প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ২৩:০৭
১২ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যালফাবেট
বিশ্বজুড়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার কর্মী ছাঁটাই করবে।
অ্যালফাবেটের কর্মীদের কাছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের লেখা এক নোটের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাই করবে- এমন ঘোষণা দেওয়ার দুই দিনের মাথায় অ্যালফাবেটের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সামনে এলো।
অ্যালফাবেটের ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাকে প্রযুক্তি খাতে বড় ধাক্কা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।
এর আগে গত বুধবার মাইক্রোসফটের ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানা যায়। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা প্রায় পাঁচ শতাংশ কমে যাবে।
প্রসঙ্গত, কোভিডকালে প্রযুক্তি ব্যবসা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় অনেক কর্মী নিয়োগ করতে হয়েছিল এ খাতের প্রতিষ্ঠানগুলোকে। তবে গত বছর থেকে ব্যবসার সেই গতিতে ভাটা পড়েছে। এতে শুরু হয়েছে কর্মী ছাঁটাই।