রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:০০

হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইল ফোন থেকে ডিলিট করুন সহজেই

হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় ফাইল ফোন থেকে ডিলিট করুন সহজেই
অনলাইন ডেস্ক

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিদিন কয়েকশো কোটি মানুষ ব্যবহার করেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি বন্ধু কলিগরা আলাদা আলাদা গ্রুপ ব্যবহার করেন। এসব গ্রুপ থেকে সারাক্ষণই ফোনে আসে অসংখ্য অপ্রয়োজনীয় মেসেজ, ছবি-ভিডিও। এসব ছবি-ভিডিও আবার জমা হয় ফোনে স্টোরেজে।

ফলে অল্প দিনেই ফোনের মেমোরি ফুল। ফোনের স্টোরেজ ফুল হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হোয়াটসঅ্যাপ। আত্মীয়পরিজনের মজার ছলে পাঠানো স্টিকার, জিআইএফ আপনার ফোনের স্টোরেজকে ধীরে ধীরে ভর্তি করতে থাকে। তবে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও খুব সহজেই ডিলিট করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক উপায়-

>> প্রথমে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন

>> ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ অপশন সিলেক্ট করুন

>> এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ সিলেক্ট করলে ‘লারজার দেন ৫ এমবি’ অপশন পাবেন। সিলেক্ট করুন অথবা চাইলে নির্দিষ্ট একটি চ্যাট সিলেক্ট করতে পারবেন

>> এভাবে আপনি কোন চ্যাট কত স্টোরেজ দখল করে বসে আছে দেখতে পাবেন

>> এরপর যে যে ফাইল ডিলিট করতে চান তা সিলেক্ট করে ডিলিট বাটনে ট্যাপ করুন

>> কোনো নির্দিষ্ট চ্যাট অথবা গ্রুপ থেকে অপ্রয়োজনীয় ছবি ও ভিডিও বেশি পাঠালে সেই চ্যাট সিলেক্ট করে তা আলাদা করে ডিলিট করতে পারবেন।

সূত্র: হোয়াটসঅ্যাপ হেল্প সেন্টার

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়