প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭
স্যাটেলাইট কানেক্টিভিটি সুবিধা দেবে অ্যান্ড্রয়েড ১৪
অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী বিভিন্ন টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান তাদের কাভারেজ বাড়াতে কাজ করছে। কিন্তু তারপর কিছু জায়গায় এখনো নেটওয়ার্ক পৌঁছেনি। তবে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম আসার পর আর এ সমস্যা থাকবে না। কেননা এ অপারেটিং সিস্টেম স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক সরবরাহ করবে।
আগস্টে দেয়া এক ঘোষণায় টেসলাপ্রধান ও মার্কিন ধনকুবের ইলোন মাস্ক জানিয়েছিলেন, টি-মোবাইলের নেটওয়ার্কে যুক্ত স্মার্টফোনে স্যাটেলাইটের মাধ্যমে পরিষেবা দেয়া হবে। এর আগে অ্যাপলের আইফোন ১৪-তে স্যাটেলাইট নেটওয়ার্ক সংযোগ থাকার বিষয়ে গুঞ্জন ওঠে।
সূত্র: গিজচায়না