শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ০২ আগস্ট ২০২২, ১৩:৩৭

ধনকুবের ইলন মাস্ককে নিয়ে ‘গর্বিত নন’ বাবা

ধনকুবের ইলন মাস্ককে নিয়ে ‘গর্বিত নন’ বাবা
অনলাইন ডেস্ক

গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেসএক্সেরও নেতৃত্ব দিচ্ছেন তিনি। অর্থ–বিত্ত কিংবা খ্যাতি—কোনোটারই কমতি নেই তাঁর। এতোকিছুর পরও নাকি ছেলে ইলনকে নিয়ে ‘গর্বিত নন’ তাঁর বাবা ইরল মাস্ক। অস্ট্রেলিয়ার রেডিও চ্যানেল কেআইআইএস এফএমের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ধনকুবের ইলনের বাবা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে ২০ মিনিট ধরে সাক্ষাৎকার দেন ইরল মাস্ক। এ সময় তিনি পুরো পরিবার নিয়ে আলাপ করেন।

উঠে আসে ইলন মাস্কের ছোট ভাই কিমবেলের কথাও। তখন ইলনের সাফল্যকে অনেকটাই খাটো করে দেখেন বাবা ইরল। এমনকি তাঁর শরীর নিয়েও খোঁটা দেন।

সাক্ষাৎকারের উপস্থাপক জ্যাকি ও প্রশ্ন করেন, ‘আপনার সন্তানের (ইলন) দারুণ প্রতিভা রয়েছে। তাঁর অনেক অর্থ রয়েছে এবং অনেক কিছুই সৃষ্টি করেছেন। সেগুলো আপনি তাঁর কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। আপনি কি গর্বিত?’

জবাবে ৭৬ বছর বয়সী ইরল বলেন, ‘না। আমরা একটি পরিবার। আর আমাদের পরিবার দীর্ঘ সময় ধরে অনেক কিছুই করেছে। বিষয়টা এমন না যে, আমরা হুট করে কোনো কিছু করা শুরু করলাম।’

এ সময় আরেক সন্তান কিমবেল মাস্কের প্রশংসা করে ইরল বলেন, কিমবেল তাঁর ‘গর্ব’। ক্রিশ্চিয়ানা উইলিকে বিয়ে করে কিমবেল ভাগ্যবান। কারণ, তাঁরা একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। তবে ইলনকে নিয়ে তাঁর উদ্বেগ রয়েছে। ইলন এমন কাউকে খুঁজে পাননি, যিনি কি না তাঁর জন্য ক্যারিয়ার ত্যাগ করতে পারবেন।

চারজন নারীর সঙ্গে ইলন মাস্কের নয় সন্তান রয়েছে। তবে এখন তিনি কোনো সম্পর্কে নেই। এ প্রসঙ্গে ইরল বলেন, ‘তাঁকে (ইলন) এমন এক নারীকে খুঁজে নিতে হবে, যিনি তাঁর জন্য কাজ ছেড়ে দেবেন। আর এটা অতো সহজ নয়।’

এদিকে সম্প্রতি ইলন মাস্কের গ্রিস সফরের কিছু ছবি সামনে আসে। সেগুলোতে তাঁকে একটি প্রমোদতরীর ওপর বিবস্ত্র অবস্থায় দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করলে ইরল মাস্ক বলেন, ইলনের শরীর বেশ শক্তপোক্ত। তবে তাঁর খাদ্যাভ্যাস ভালো না। ছেলেকে ওজন কমানোর ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছেন বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়