প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১৬:৩৬
বন্যার পানিতে ভেসে থাকতে সক্ষম বাড়ি আবিষ্কার!
‘ইচিজো কোমুতেন’ নামে জাপানের একটি আবাসন নির্মাণকারী পানির উপরে ভেসে থাকতে সক্ষম এক বিশেষ ধরনের বাড়ি তৈরি করেছে। প্রধানত বন্যাপ্রবণ এলাকার জন্য এই বাড়ি আবিষ্কার করা হয়েছে।
বন্যার সময় পানি জমতে শুরু করলে এ বাড়ির ভেতরে পানি ঢুকতে পারবে না। বরং, পানির উপরেই বাড়িসুদ্ধ ভেসে উঠবে।
খবরটি প্রকাশের পর সবার কৌতূহল বেড়ে যায়। অনেকে গুজব ভাবলেও এক আমেরিকান টেলিভিশন চ্যানেল থেকে সংস্থার কর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
বাড়িটি কিভাবে ভেসে উঠবে, তা ভিডিওর মাধ্যমে দেখানো হয়। মাটির উপরে জলস্তর একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৌঁছালে বাড়িটিও ধীরে ধীরে উপরের দিকে ভেসে উঠবে।
বাড়িটি মাটির তলায় লোহার রডের সঙ্গে ক্যাবল দিয়ে আটকানো অবস্থায় থাকে। পানির উপর প্রায় পাঁচ মিটার উচ্চতা পর্যন্ত বাড়িটি ভেসে উঠতে পারে। পানির মাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়িটি আবার মাটিতে নেমে আসবে।
যত রকমের বৈদ্যুতিক সংযোগ তা বাড়ির উপরের দিকেই থাকবে, যাতে ভেসে ওঠার সময় পানির সংস্পর্শে এসে তা ক্ষতিগ্রস্ত না হয়।
সারা পৃথিবীতে দক্ষিণ এবং পূর্ব এশিয়া সবচেয়ে বেশি বন্যাপ্রবণ। বহু মানুষকে এই কারণে বাড়িছাড়া হতে হয়। বিশেষত ভারত, বাংলাদেশ, চীনে প্রায়ই বন্যার বিভীষিকাময় রূপ ফুটে ওঠে। এই ‘ফ্লোটিং হোম’ আবিষ্কারের ফলে শুধু মাত্র প্রযুক্তিগত উন্নতিই হয়নি, এর ফলে বন্যার ভয়াবহতা থেকে রক্ষাও পাবে বিশ্ববাসী।
বিশ্ববাসীকে বিভিন্ন বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক ও গবেষকরা। অতিমারি হোক বা প্রাকৃতিক বিপর্যয়, তারা সবসময় আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন।
প্রযুক্তি এখন এতটাই এগিয়ে যে, ভূমিকম্প, বন্যা বা অন্য কোনও বিপর্যয়ের সময় ড্রোন ও রোবটের মাধ্যমে বিপর্যস্তদের উদ্ধার করা হয়।
এমনকি, ভূমিকম্পের সময় বহুতল বাড়িকে ক্ষতির হাত থেকে বাঁচাতে অনেক যন্ত্রও আবিষ্কার করা হয়েছে, যেগুলো প্রয়োগের মাধ্যমে কম্পনের তীব্রতা এতটাই কম অনুভূত হবে যে ভবনগুলো ভেঙে পড়ার কোনও সম্ভাবনাই থাকবে না।
এবার বন্যার হাত থেকে বাঁচার জন্যেও অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করল জাপানের এই সংস্থা।
সূত্র: দেশ রূপান্তর