প্রকাশ : ২৫ মে ২০২৩, ০৪:০২
ভিয়েতনামে পরপর তিন গ্র্যান্ডমাস্টারকে হারালেন ফাহাদ
ভিয়েতনামের হ্যানয় শহরে চলমান গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
বুধবার পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ভিয়েতনামের মহিলা গ্র্যান্ডমাস্টার ভো থি কিম পুংকে পরাজিত করেন।
পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইন কিংস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির খেলায় ৬২ চালের মাথায় জয়ী হন। এ নিয়ে টানা তিনজন গ্র্যান্ডমাস্টারকে হারালে ফাহাদ রহমান।
বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ফাহাদ সিঙ্গাপুরের ক্যান্ডিডেটমাস্টার ওয়ং ঝিনইয়ং জাইদেনের সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইন পদ্ধতির এক্সচেঞ্জ বিশ্লেষণ ধারার খেলায় ৬১ চালের মাথায় ড্র করেন।