বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৯ মে ২০২২, ১৭:২৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অবামেয়াং

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অবামেয়াং
অনলাইন ডেস্ক

গ্যাবনের জার্সিতে আর দেখা যাবে না পিয়েরে-এমেরিক অবামেয়াংকে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বার্সেলোনা স্ট্রাইকার। বুধবার খবরটি নিশ্চিত করেছে গ্যাবন ফুটবল ফেডারেশন।

জাতীয় দলের জার্সিতে ১৩ বছরের ক্যারিয়ারে ৭২ ম্যাচে ৩০ গোল করেছেন অবামেয়াং। গ্যাবনের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৩২ বছর বয়সী তারকা।

এই বছরের শুরুতে অনুষ্ঠিত আফ্রিকা কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে গ্যাবন। এর পর অবামেয়াং সিদ্ধান্ত নেন, ক্লাব ক্যারিয়ারের দিকে ফোকাস দেওয়ার।

জাতীয় দল থেকে অবসরের প্রসঙ্গে সমর্থকদের এক খোলা চিঠিতে বার্সা তারকা জানান, ‘গর্বের সঙ্গে ১৩ বছর দেশকে প্রতিনিধিত্ব করেছি। আমি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি।’ গ্যাবন ফুটবল ফেডারেশন অবামেয়াংয়ের এই চিঠি প্রকাশ করেছে। যেখানে বার্সা স্ট্রাইকার ধন্যবাদ জানিয়েছেন, গ্যাবোনিজের জনগণ, তার কোচ, সতীর্থ এবং তার বাবাকে।

অবামেয়াংয়ের বাবা পিয়েরে অবামেয়াংও ফুটবলার ছিলেন। ১৯৮০ দশক থকে ’৯০ দশক পর্যন্ত গ্যাবন জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়