বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৯ মে ২০২২, ১৪:০৫

লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা বিসিবির

লঙ্কানদের বিপক্ষে ঢাকা টেস্টের দল ঘোষণা বিসিবির
অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৬ সদস্যের ঘোষিত দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

চট্টগ্রামে চলমান টেস্টে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েন শরিফুল। মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ এ অনুষ্ঠেয় টেস্ট ম্যাচের জন্য শরিফুলের বদলি হিসেবে কাউকে নেয়া হয়নি। এদিকে ঢাকা টেস্টের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত।

আগামী ২৩ মে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে।

এক নজরে বাংলাদেশ স্কোয়াড

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী, শহিদুল ইসলাম ও রেজাউর রহমান রাজা।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়