প্রকাশ : ০৬ মে ২০২৩, ০৮:৪৯
বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ইয়োগা কাপে সেরা ভারতের সোমনাথ
দ্বিতীয় বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ইয়োগা কাপে চ্যাস্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স হয়েছেন ভারতের সোমনাথ মুখার্জী। প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ হয়েছেন একই দেশের নেহা বাগ ও আরোহী দে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৬ জনকে পুরস্কৃত করা হয়।
শুক্রবার বাংলাদেশের বিশুদ্ধ ইয়োগা কালচার এবং ভারতের ওম ইয়োগা কালচারের আয়োজনে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে দিনব্যাপী এই প্রতিযোগিতায় দুই দেশের ৫১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর আগে ২০২১ সালে বঙ্গ মৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক ইয়োগা কাপের প্রথম আসর অনলাইনে অনুষ্ঠিত হয়েছিল।
সমাপনী অনুষ্ঠানে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আরিফ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। বিশেষ অতিথি ছিলেন ইয়োগা অ্যাসোসিয়েশনের শামীম খান টিটু, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান, সাংগঠনিক কমিটির সদস্য আনিস আহামদ, রাশেদ আহমেদ, ইমরুল আলম প্রমুখ।
এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, লেখক গবেষক ড. নূহ-উল-আলম লেলিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, ভারতীয় হাই কমিশনের ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টারের যোগচারিয়া অতুল কুকসাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আরিফ সোহেল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক কমিটির সদস্য সচিব এস এম আবুল হোসেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান রাশেদ আহমেদ, আপ্যায়ন কমিটির মেহেদী হাসান এবং সদস্য সচিব কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের বিশুদ্ধ ইয়োগা কালচারের মহাসচিব শাহনাজ পারভীন এবং ভারতের ওম যোগা কালচারের মহাসচিব প্রসূণ মহন্ত। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শামীম আল মামুন।