বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ২৩:৫২

বাফুফেতে আর ফিরতে পারবেন না সোহাগ

বাফুফেতে আর ফিরতে পারবেন না সোহাগ
অনলাইন ডেস্ক

ফিফার দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অধ্যায় শেষ হয়ে গেছে চিরদিনের জন্য। বাফুফের জরুরি সভায় সোমবার সিদ্ধান্ত হয়েছে সোহাগকে আর কখনও বাফুফেতে অন্তর্ভুক্ত করা হবে না। এমনকি তিনি বাফুফে ভবনে কখনো ঢুকতেও পারবেন না।

জরুরি সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে পরে তিনি যেন এই ফেডারেশনে আর কোনো কাজ করতে না পারেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মো. ইমরান হোসেন তুষারকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

‘আমাদের এখানে যারা কাজ করছেন তারা প্রত্যেকে যার যার ইভেন্ট নিয়ে ব্যস্ত। মো. ইমরান হোসেন তুষার যিনি সভাপতির সঙ্গে কাজ করছেন (প্রটোকল অফিসার), তাকে আমরা ভারপ্রাপ্ত হিসেবে তিন মাসের জন্য দায়িত্ব দিচ্ছি, সর্বোচ্চ ছয় মাস। এর মধ্যে আমরা বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ সম্পাদক নিয়োগ দেবো।’

সালাম মুর্শেদী ফিফার প্রকাশ করা ৫১ পাতার প্রতিবেদন সম্পর্কে বলেন, ‘সেখানে কিন্তু আমাদের ফিন্যান্স কমিটি নিয়ে কোনো কথা নেই। আসলে ফিফা ও এএফসি থেকে যে ফান্ড আসে, তা খাত অনুযায়ী আমরা খরচ করবো। আমরা ক্যাশ খরচ যতটা কমিয়ে আনতে পারি। এরই মধ্যে আমরা ক্যাশ পেমেন্ট থেকে অ্যাকাউন্ট পেমেন্টে চলে গেছি প্রায় ৯৮ শতাংশ।’

‘সোহাগ যে কারণে নিষিদ্ধ হয়েছেন তা তদন্ত করার জন্য বাফুফের যে অডিট কমিটি আছে তার সঙ্গে আরও তিনজন যোগ করে দিয়েছি। তারা হলেন জাকির হোসেন চৌধুরী, ইলিয়াছ হোসেন, সত্যজিৎ দাশ রুপু। এর সঙ্গে থাকবেন চার সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, আতাউর রহমান ভূঁইয়া, মানিক মহিউদ্দিন মহি, ইমরুল হাসান।’

তদন্ত কমিটি প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সভা শেষে বলেন, ‘সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ার কারণে আমরা জরুরি সভা করেছি। আমরা একটা স্পেশাল কমিটি করেছি। যে জিনিসগুলো হয়েছে তা তদন্ত করার জন্য।’

‘১০ জনের কমিটি করেছি। আমাদের একটা ইন্টারনাল অডিট কমিটি আছে। এই দুটো কমিটি মিলে পরবর্তী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেটা পরিপূর্ণ রিপোর্ট হবে। যার মাধ্যমে বেরিয়ে আসবে কী ঘটেছে। একটু ধৈর্য ধরেন। আপনাদের যেমন জিনিসটা পছন্দ হয়নি, তেমন আমাদেরও পছন্দ হয়নি। এটা নিশ্চিত করতে চাই এমন ঘটনা যেন আর কোনোদিন না ঘটে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়