বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩, ২৩:৩৩

বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা
অনলাইন ডেস্ক

আর্থিক অনিয়ম লুকাতে মিথ্যা তথ্য দেওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়েছে এই খবর।

ফিফার এই শাস্তির ফলে দুই বছর ফুটবল বিষয়ক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না আবু নাঈম সোহাগ। এই শাস্তির সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১২ লাখ টাকা) জরিমানাও করা হয়েছে তাকে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বাফুফেকে দেওয়া ফিফার টাকার হিসাবে মিথ্যা তথ্য বা নথি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ফিফা। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকেও (এএফসি)। শাস্তি আরোপ হবে আজকের (১৪ এপ্রিল) তারিখ থেকেই।

এদিকে আবু নাঈম সোহাগের সঙ্গে ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়