বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ০৫:৪৪

নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবলের প্রথম আসর ছোট পরিসরে

নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবলের প্রথম আসর ছোট পরিসরে
অনলাইন ডেস্ক

কয়টি দল নিয়ে হবে প্রথম নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ? গত ১৩ মার্চ রাজধানীর একটি হোটেলে জাকজমকপূর্ণ ঘোষণা অনুষ্ঠানে এ প্রশ্নের ঠিকঠাক উত্তর মেলেনি। কারণ, দলগুলোর সংখ্যা চূড়ান্ত না করেই লিগ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল।

লিগ আয়োজনের উদ্যোক্তা স্পোর্টস ম্যানেজমেন্ট ও মার্কেটিং প্রতিষ্ঠান কে-স্পোর্টসের প্রধান নির্বাহী ফাহাদ করিম বলেছিলেন, ৫ বা ৬ দল নিয়ে তারা লিগ আয়োজন করতে চান। সেক্ষেত্রে ম্যাচ হতে পারে ১৯ থেকে ২৪টি।

তবে কে-স্পোর্টস ও বাফুফে মেয়েদের এই ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের পরিকল্পনায় একটু পরিবর্তন এনেছে বলে জানা গেছে। দলের সংখ্যাটা কমে যেতে পারে। বুধবার পর্যন্ত চারটি দল লিগের জন্য ঠিক করেছে আয়োজকরা। পঞ্চমটির চেষ্টা চলছে, না পেলে সাবিনা-কৃষ্ণাদের ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসর হবে চারটি দল নিয়েই।

প্রথম বাংলাদেশ উইমেন্স সুপার লিগে অংশ নেওয়া দলগুলোর নাম কী? ফ্র্যাঞ্চাইজি কারা? এসব উত্তর পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

এরই মধ্যে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে। শনিবার যে কমিটির প্রথম সভা হওয়ার কথা। ওই সভায়ই দলের সংখ্যাসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত হতে পারে।

‘মেয়েদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের জন্য একটি সংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভা শনিবার। সেখানে আমরা সবকিছু চূড়ান্ত করবো’-বলেছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

দেশের ফুটবলে ফ্র্যাঞ্চাইজি লিগ একদমই নতুন ধারণা। যে কারণে, ঘোষণা অনুষ্ঠানেই লিগ আয়োজনকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখার কথা বলেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। নতুন বলেই প্রথম আসর একটু ছোট পরিসরে আয়োজন করতে কে-স্পোর্টসকে সুপারিশ করা হয়েছে বাফুফে থেকে। যে কারণে, দলের সংখ্যা চারটির মধ্যেই সীমিত রাখা হতে পারে।

চার দল নিয়ে লিগ আয়োজন করলে খেলা হবে ডাবল লিগ ভিত্তিতে। তখন লিগের ম্যাচ হবে ১২ টা। লিগ আকর্ষণীয় করতে থাকবে ফাইনাল। সবমিলিয়ে ১৩টি ম্যাচ হবে চার দলের বাংলাদেশ উইমেন্স সুপার লিগ হলে।

দলের সংখ্যা যাই হোক, লিগ শেষে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল থাকবেই। লিগ ঠিক কবে শুরু হবে, তা ঠিক হয়নি। মে মাসের মাঝামাঝি সময়ে আয়োজনের পরিকল্পনা নিয়েই এগুচ্ছে বাফুফে ও কে-স্পোর্টস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়