বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৯ মার্চ ২০২৩, ১৬:২৯

‘এই উন্মাদনা থামবে না’, কুরাকাওকে সাত গোল দিয়ে মেসি

‘এই উন্মাদনা থামবে না’, কুরাকাওকে সাত গোল দিয়ে মেসি
অনলাইন ডেস্ক

ক্যারিবীয় অঞ্চলের দেশ কুরাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন। প্রথম গোল করেই তিনি আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় ব্যক্তি হিসেবে একশ’ গোল করার কীর্তি গড়েন।

ম্যাচের প্রথমার্ধে মেসির আর্জেন্টিনা ৫-০ গোলের লিড নেয়। মেসি ২০ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন। ৩৭ মিনিটে দলের পঞ্চম ও নিজের তৃতীয় গোল আসে তার পা থেকে।

মধ্যে দুই গোল করেন নাহুয়েল গঞ্জালেস ও এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো মন্টিয়েলের পা থেকে গোল আসে।

মেসির বর্তমান আন্তর্জাতিক গোল সংখ্যা ১০২টি। দ্বিতীয় অবস্থানে থাকা ইরানের আলী দায়ইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তার সামনে। ১২২ গোল করা রোনালদোকে তাড়া করার সুযোগও আছে তার।

তবে ম্যাচ শেষে গোলের সেঞ্চুরির চেয়ে দলের জয় এবং উল্লাসের কথা বড় করে দেখেছেন লিও। পিএসজি ফরোয়ার্ডের মতে, ঘরের মাঠে এভাবে জয় পাওয়া, উল্লাস করার চেয়ে বড় কিছু হতে পারে না।

মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আন্তর্জাতিক সূচিটা কী দুর্দান্তভাবেই না শেষ করলাম। সান্তিয়াগো দেল স্তেরোর (স্টেডিয়াম) সকলেই ছিলেন মনোমুগ্ধকর। আশা করছি, একত্রে এমন আরও অনেক মুহূর্তের সাক্ষী হতে পারবো, এই উন্মাদনা থাকবে না।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়