বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০৪:০১

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময় চূড়ান্ত

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সময় চূড়ান্ত
অনলাইন ডেস্ক

ইংল্যান্ড সিরিজ শেষে দম ফেলার সুযোগ নেই সাকিব-তামিমদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দুই ম্যাচ বাকি থাকতেই রোববার সকালে বাংলাদেশে আসছে ক্রিকেট আয়ারল্যান্ড। এই সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে আইরিশরা। সিরিজকে সামনে রেখে সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজ শুরুর আগে ১৫ মার্চ একটি ওয়ার্ম ম্যাচও খেলার কথা আছে আইরিশদের। ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ অনুষ্ঠিত হবে টি-২০ সিরিজের তিন ম্যাচ। এরপর ঢাকায় ৪ এপ্রিল একমাত্র টেস্ট মাঠে গড়াবে।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুই ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২টায়। আর শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। কুড়ি ওভারের ফরম্যাটের সব খেলা শুরু হবে দুপুর ২টায়।

টি-টোয়েন্টি সিরিজ শেষে দুদল ফিরে আসবে ঢাকায়। আগামী ৪-৮ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। যেটি শুরু হবে সকাল দশটায়। টেস্ট শেষের পরের দিনই বাংলাদেশ ছাড়বে সফরকারী আয়ারল্যান্ড।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়