প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:২৬
ইতিহাস গড়ে সাকিবের ‘৩০০’
সাকিব আল হাসানের জন্য অপেক্ষাটা আরও বাড়তে পারতো। সাগরিকায় তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামার আগে যে ৩০০ উইকেট থেকে ৪ ধাপ দূরে ছিলেন বাঁহাতি এই স্পিনার।
তবে সাকিব যেন বেশি অপেক্ষা করতে চাইলেন না। এক ম্যাচেই নিয়ে নিলেন ৪ উইকেট। ওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছেন সাকিব। এই ক্লাবে নাম লেখানো বিশ্বের মধ্যে তিনি ১৪তম বোলার।
তবে একটা জায়গায় সাকিব অন্যদের চেয়ে এগিয়ে। বর্তমানে সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে একমাত্র ৩০০ উইকেটের মালিক এই বাঁহাতি। বাকিরা সবাই অবসরে গেছেন।
৫৩৪ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। ৫০২ উইকেট নিয়ে দুই নম্বরে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। ৫০০ উইকেটের ক্লাবে তারা কেবল দুজনই।
এছাড়া ওয়ানডেতে ৪০০ উইকেট পেয়েছেন দুজন বোলার-ওয়াকার ইউনুস আর চামিন্দা ভাস। ৩০০ উইকেটের ক্লাবে সাকিবসহ আছেন দশজন।