প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৩
বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হওয়ার প্রস্তাব নিয়ে যা বললেন সৌরভ
ক্রিকেট ছেড়ে যাওয়ার পর কোচ নয়, মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আইপিএলে। মাঝে জড়িয়ে পড়েছিলেন ক্রিকেট সংগঠক হিসেবে প্রথমে সিএবিতে, পরে বিসিসিআইতে। অলংকৃত করেছেন বিসিসিআই সভাপতির পদও। এখন বিসিসিআইয়ের পদে তিনি নেই। সৌরভ গাঙ্গুলি এখন ফিরে এসেছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
সে কথা নিজেই জানিয়েছেন সৌরভ, ‘মাঠের বাইরে তিন চার মাস ছিলাম। আমি তো বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম। সারাক্ষণই খেলার সঙ্গে থাকতাম। তিন বছর আমাদের টার্ম বোর্ডের। এবার আমি আইপিএলের সঙ্গে যুক্ত হব। দিল্লির সমস্ত ক্রিকেট আমি দেখি। পরের মাস থেকেই আইপিএল শুরু।’
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যদি কখনও যুক্ত হওয়ার প্রস্তাব আসে, তাহলে কী করবেন? এ ব্যাপারে একটা অস্পষ্ট ভাব রেখে দিলেন সৌরভ। যুক্ত হতেও পারেন কিংবা নাও পারেন। তিনি বলেন, ‘জানি না, ভবিষ্যতে দেখা যাবে। ভারতে তো অক্টোবরে বিশ্বকাপ। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমি আইপিএলে আছি। দক্ষিণ আফ্রিকান লিগেও জড়িত আছি। পাপন ভাই আমার দাদার মতো। আমার সঙ্গে এতো ভালো সম্পর্ক। তো কথা হলে পরবর্তীকালে কোনো সময়, তখন কথা হবে।’
বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তিনি আরও বলেন, ‘এখানে সিস্টেম আছে এমনিই। যা আমি শুরুতে দেখেছি, কুড়ি বছর বাদে বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়েছে। ভারতের মতো দল এখানে শেষ দুবার এসে দুটি সিরিজ হেরে গেছে। এটা আগে কখনও হয়নি। ক্রিকেট ঠিক পথে। প্রচুর প্রতিভা আছে। নিশ্চয়ই অনেক একাডেমি আছে, খেলার জায়গা আছে। আমি শুনলাম সাকিবেরও একটা মস্ত বড় একাডেমি আছে। এখানে প্রতিভা প্রচুর।’
গুঞ্জন ছিল, আইসিসি চেয়ারম্যান হতে পারেন সৌরভ। কিন্তু এখন সেই গুঞ্জন নেই। ভবিষ্যতে যেতে চান কি না? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এগুলো তো আসলে বলা যায় না। সুযোগের ওপর নির্ভর করে। তোমাকে ঠিক সময়ে ঠিক জায়গায় থাকতে হবে। আমার বয়স এখন কম। ভারতবর্ষে খেলাধুলার সুযোগ অনেক বেশি। দেখা যাবে..., এগুলো তো পিনপয়েন্ট করে বলা যায় না।’