প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৫
টানা ৯ জয়, কেউ থামাতে পারছে না কিংসকে
কেউ থামাতে পারছেন না বসুন্ধরা কিংসের জয়রথ। কিংসের প্রতিপক্ষ হয়ে যে দলই সামনে পড়ছে তারা হেরে মাঠ ছাড়ছে। এভাবে এক এক করে ৯টি জয় তুলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ৩ বারের চ্যাম্পিয়নরা। সর্বশেষ শনিবার তারা হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। নিজেদের মাঠ কিংস এরেনায় অনুষ্ঠিত ম্যাচে অস্কার ব্রুজনের দল জিতেছে ৩-০ গোলে।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপ জেতা কিংস লিগে টানা চার শিরোপা জয়ের সঠিক পথেই আছে। দলটির এই সাফল্যের অন্যতম কারিগর ব্রাজিলিয়োন ডরিয়েলটন গোমেজ। আবাহনী ছেড়ে এবার কিংসে নাম লিখিয়ে গোলের পর গোল করে যাচ্ছেন মাঠে। শনিবার শেখ জামালের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানে জয়ে জোড়া গোল করেছেন তিনি। অন্য গোলটি উজবেকিস্তানের আসরর গফুরভের।
৩৭ মিনিটে গফুরভের করা গোলে ১-০ তে লিড নিয়েই বিরতিতে যায় কিংস। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্যবধান ৩-০ করেন ডরিয়েলটন। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করেছেন ৬০ ও ৭৪ মিনিটে।
টানা ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই এগিয়ে চলছে চ্যাম্পিয়নরা। তাদের পেছনে থাকা আবাহনীর পয়েন্ট ৮ ম্যাচে ১৮। কিংসের কাছে হেরে মারুফুল হকের শেখ জামাল নেমে গেছে ৫ নম্বরে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট সাবেক চ্যাম্পিয়নদের।