প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪২
শেরে বাংলায় বিদ্যুৎ বিভ্রাট
৮ বল খেলার পর চলে গেলো বিদ্যুৎ। বন্ধ হয়ে গেলো ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্স ম্যাচ। ঠিক সন্ধ্যা ৭টা ৭ মিনিটে শেরে বাংলায় ঘটে এই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা। ফের খেলা শুরু হয় ১০ মিনিট পর।
শেষ পর্যন্ত প্রথম ইনিংসটা ভালোভাবেই শেষ হয়েছে। খুলনা টাইগার্সের বিপক্ষে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ৮ উইকেটে করেছে ১৬৯ রান। তবে শেরে বাংলায় আরও একবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা বিপিএলের শেষ পর্যায়ে এসে নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের।
বিপিএলে প্লে-অফের লাইনআপ ঠিক হয়ে গেছে। গ্রুপপর্বের শেষ ম্যাচটি আদতে গুরুত্বহীন। ফরচুন বরিশাল প্লে-অফে নাম লিখিয়েছে, তবে তাদের সেরা দুইয়ে ওঠার আর সুযোগ নেই। অন্যদিকে খুলনা টাইগার্স তো বাদ পড়ে গেছে আগেই।
আনুষ্ঠানিকতার এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেয় ফরচুন বরিশাল। টসে দেখা যায় চমক, সাকিবের বদলে টস করেন মেহেদি হাসান মিরাজ। চমক ছিল ওপেনিং জুটিতেও। এনামুল হক বিজয়ের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন মাহমুদউল্লাহ রিয়াদ।
তবে রিয়াদ ওপরে এসে সুবিধা করতে পারেননি। ৯ বলে ৯ করেই ফিরে যান সাজঘরে। চতুরঙ্গ ডি সিলভা ওয়ান ডাউনে নেমে ১৩ বলে করেন ১৪। সাকিব ফেরেন ১৪ বলে ২২ রানের ছোট এক ঝড় তুলে।
এরপর ধীরগতির এনামুল বিজয়ও ২৯ বলে ২৮ করে ফিরলে বিপদে পড়ে বরিশাল। ৭৭ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাটে লড়াকু পুঁজি গড়ে সাকিবের দল।
প্রিটোরিয়াস এই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে প্রোটিয়া অলরাউন্ডারের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে একদমই সমস্যা হয়নি। ২৯ বলে তিনি খেলেন ৪৮ রানের বিধ্বংসী এক ইনিংস, যে ইনিংসে ২টি চারের সঙ্গে হাঁকান ৪টি ছক্কা।
এছাড়া ইব্রাহিম জাদরান ১৫ বলে ২১ আর শেষদিকে করিম জানাত ৯ বলে খেলেন ১৮ রানের ইনিংস।
খুলনার বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ রান খরচায় একাই নেন ৪টি উইকেট। দুটি করে উইকেট শিকার নাসুম আহমেদ আর হাসান মুরাদ।