বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫১

যে কারণে বিপিএলে শেষ দুই ম্যাচ খেলবেন না তামিম

যে কারণে বিপিএলে শেষ দুই ম্যাচ খেলবেন না তামিম
অনলাইন ডেস্ক

সামনেই দেশের মাটিতে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এদিকে বিপিএলে নিজ দল ঢাকা ডমিনেটর্স শেষ চারে নেই, তাই বাড়তি শারীরিক ধকল নিয়ে কী লাভ? তারচেয়ে বরং বিশ্রামে চলে যাওয়াই উত্তম- সে চিন্তায় ঢাকায় শেষ পর্বে আর মাঠে নামবেন না তাসকিন।

একই অবস্থা তামিম ইকবালেরও। খুলনা টাইগার্সের প্রধান স্তম্ভ গ্রুপ পর্বে বাকি দুই ম্যাচে সিলেট স্টাইকার্স এবং রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবেন না। তবে কি তামিম নতুন কোনো ইনজুরিতে পড়লেন? দেশসেরা ওপেনার, ওয়ানডে অধিনায়ক কী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারবেন না? ভক্ত, সমর্থকসহ সবার কৌতূহলি প্রশ্ন।

তামিম ইকবালের হয়ে সে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, তার বিপিএল দল খুলনা টাইগার্স হেড কোচ খালেদ মাহমুদ সুজন।

অনেক কথার ভিড়ে সুজন জানিয়ে দিলেন, তামিমের পুরোনো ইনজুরি একটু মাথাচাড়া দিয়েছে। তবে ততটা গুরুতর নয়। খুলনা টাইগার্স সেরা চার দলে নেই। তাই তামিম বিশ্রামে। এ বিশ্রামের আরও একটি কারণ আছে। তাহলো, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখন তামিমের দল খুলনা যেহেতু মূল লড়াই থেকে ছিটকে পড়েছে। তাই তাদের শেষ ২ ম্যাচ গুরুত্বহীন। এ কারণেই তাকে বিশ্রামে চলে যেতে দেওয়া হলো। ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ যেন খেলতে পারে, সে জন্যই এ সিদ্ধান্ত।’

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিসিবি একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলনে এসে সাংবাদিকদের সাথে আলাপে খালেদ মাহমুদ সুজন জানান, ‘তামিমের একটু সমস্যা আছে। ওর ব্যাক স্ট্রেইন যেটা সমস্যা ছিল, ব্যাংকক থেকে ইনজেকশন নিয়েছে- আপনারা জানেন। ওই সমস্যায় আবার ভুগছে এখন। আমাদের টিম ফিজিও, জাতীয় দলের ফিজিও দেখেছে। জুলিয়ান ক্যালেফাতোর সঙ্গেও আমার কথা হয়েছে। তো ওটা নিয়ে একটু সমস্যা থাকায়, যেহেতু সামনে বাংলাদেশের একটা সিরিজ আছে এটা একটা বড় কনসার্ন আমাদের জন্য। এজন্য তামিমকে আমরা ব্রেক দেওয়ার কথা চিন্তা করছি।’

‘কারণ এই দুই ম্যাচ খেললে অবস্থা আরও খারাপ হতে পারে। যদিও ফ্র্যাঞ্চাইজির ব্যাপার এটা। ওনারা পয়সা দিয়েই নিয়েছে ওকে। আমরা সবসময় ওর সার্ভিসটা আশা করি। তবে সবার আগে দেশ। আমাদের মালিকপক্ষও বুঝবে আশা করি। আজ পরিস্থিতি যদি অন্যরকম থাকতো, আমরা কোয়ালিফায়ারে উঠেছি বা কোয়ালিফায়ারের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ খেলব, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। যেহেতু সুযোগটা নেই, তাই তামিমকে নিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে সে ওয়ানডে দলের অধিনায়ক। তাই ওকে বিরতি দেওয়াটা জরুরি- আমি মনে করি। আমার মনে হয় না, এই বিপিএলে ও আর খেলবে।’

তাহলে কি তামিম ইংল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন? খুলনা টাইগার্স কোচের আশাবাদী উচ্চারণ, ‘ইংল্যান্ড সিরিজ নিয়ে যাতে শঙ্কা তৈরি না হয়, এজন্যই ব্রেক দেওয়া। এখন যদি খেলে তাহলে অবস্থা যদি আরও খারাপ হয়। জিনিসটা ওকে অনেক অস্বস্তি দিচ্ছে। এটা যাতে না হয় সে কারণেই বিশ্রাম।’

‘কারণ আপনি যখন খেলবেন ১০ ভাগ দিয়ে তো খেলতে পারবেন না। তামিম খেললে শতভাগ দিয়েই খেলবে। ২০ ওভার ফিল্ডিং করবে, ডাইভ দিতে হবে, স্লাইড করতে হবে। ওখানে ইনজুরি বাড়তে পারে। এজন্য ফিজিওরা আমাকে সাজেস্ট করল। আমি এটি ইতিবাচকভাবে নিচ্ছি। যেটা বললাম, আজ পরিস্থিতি অন্য হলে তামিমও হয়তো অন্যভাবে চিন্তা করতো। যেভাবেই হোক হয়তো ম্যানেজ করে আমরা খেলাতে পারতাম। যেহেতু সুযোগটা নেই, তাই বিরতিটা নিতে পারে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়