বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৫ মে ২০২২, ১১:৫৫

সাইমন্ডসের মৃত্যুতে শোকাহত ক্রিকেট বিশ্ব

সাইমন্ডসের মৃত্যুতে শোকাহত ক্রিকেট বিশ্ব
অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ও দুইবারের বিশ্বকাপজয়ী অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। শেন ওয়ার্নের পর আরেক অস্ট্রেলিয়ান গ্রেট ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব।

সাইমন্ডস নেই- এটি যেন বিশ্বাসই করতে পারছেন না তার এক সময়ের সতীর্থরা। তার আকস্মিক এই মৃত্যুতে বাকরুদ্ধ অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিংসহ অন্যান্যরা। টুইটারে এ নিয়ে অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ নিয়ে অ্যাডাম গিলক্রিস্ট টুইটে লিখেছেন, এটি (সাইমন্ডসের মৃত্যু) সত্যিই কষ্টকর।

টুইটারে জেসন গিলেসপি লিখেছেন, জেগে ওঠার পর ভয়াবহ খবর। পুরোপুরি বিধ্বস্ত। আমরা সবাই তোমাকে মিস করবো বন্ধু।

মাইকেল বেভানের টুইট: হৃদয়বিদারক। আরেক নায়ককে হারালো অজি ক্রিকেট। হতবাক। ২০০৩ বিশ্বকাপ দলের সদস্য। বিস্ময়কর প্রতিভা।

ড্যামিয়েল ফ্লেমিং লিখেছেন, এটা খুবই বিধ্বংসী। রয় (অ্যান্ড্রু সাইমন্ডস) আমাদের আশেপাশে থাকতে খুব মজা করতো। আমরা তার পরিবারের সঙ্গে আছি।

এছাড়া সাইমন্ডসের মৃত্যুর ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ার ল্যাচলান হ্যান্ডারসন শোক জানিয়ে টুইট করেছেন।

এক সময় সাইমন্ডসের বিরুদ্ধে যারা খেলেছেন সেই শোয়েব আখতার, ভিভিএস লক্ষ্মণ, মাইকেল ভনও তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

টুইটারে শোয়েব আখতার লিখেছেন, গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যু সংবাদ শুনে বিধ্বস্ত। মাঠে ও মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য প্রার্থনা ও সমবেদনা।

ভিভিএস লক্ষ্মণ টুইটে লিখেছেন, এখানে (ভারতে) জেগে ওঠার পর মর্মান্তিক খবর। এবার শান্তিতে বিশ্রাম নাও আমার প্রিয় বন্ধু। খুবই মর্মান্তিক খবর!

মাইকেল ভন তো বিশ্বাসই করতে পারছেন না যে, সাইমন্ডস মারা গেছে। তার টুইট: সিমো... এটি হতে পারে না!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়