বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩, ১৪:২০

ঢাকায় ক্যারিবীয় ক্রিকেটের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস

ঢাকায় ক্যারিবীয় ক্রিকেটের কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস
অনলাইন ডেস্ক

রোববার বাংলাদেশে পা রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ক্রিকেটার স্যার কার্টলি অ্যামব্রোস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওবার্তায় সেই খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

কারো বোঝার বাকি থাকার কথা নয়, বিপিএলে ধারাভাষ্য দিতেই এসেছেন অ্যামব্রোস। তবে ক্যারিবীয় কিংবদন্তি বেশ রসিক। মজার ছলেই বললেন, ‘ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর আশা করবেন না যেন।’

বিসিবির সে ভিডিও বার্তায় সাবেক কিংবদন্তি এ পেসার বলেছেন, ‘ধারাভাষ্য আমি উপভোগ করি। তাই দারুণ কিছু সময় কাটানোর অপেক্ষায় আছি। এখানে বিপিএলের অংশ হতেই এসেছি। তবে ক্রিকেট খেলতে আসিনি, এমন কিছুর আশা করবেন না যেন।’

ক্যারিবিয়ান ক্রিকেটে সাম্প্রতিক সময়ে নিয়মিতই ধারাভাষ্য দিচ্ছেন অ্যামব্রোস। গত বছর বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। সে সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় বাংলাদেশ।

বাংলাদেশি ক্রিকেটারদের সামর্থ্য এখন অনেকটাই জানা অ্যামব্রোসের। বললেন, ‘খুব বেশি দিন হয়নি, ওরা ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। আমি ধারাভাষ্য দিয়েছি তখন। ওয়েস্ট ইন্ডিজকে বেশ বাজেভাবে হারিয়েছিল ওরা। বেশ কিছু ভালো ক্রিকেটার আছে এখানে। এবার বিপিএলে ওরা কেমন করে, দেখতে মুখিয়ে আছি।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়