বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০৭:৪৪

পেসার আমির বাংলাদেশে

পেসার আমির বাংলাদেশে
অনলাইন ডেস্ক

আগেই জানা, ২-৩ জানুয়ারি থেকে ঢাকা আসতে শুরু করবেন বিপিএলের বিদেশিরা। গতকাল (সোমবার) থেকে একজন দুজন করে বিদেশি ক্রিকেটার ও কোচ আসতেও শুরু করেছেন।

মঙ্গলবার রাজধানীতে পা রেখেছেন সিলেট স্ট্রাইকার্সের পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ আমির। সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন জানিয়েছেন, পাকিস্তানের সাবেক তারকা পেসার আমির রাজধানীতে পা রেখেছেন আজ সকালে।

এছাড়া খুলনা টাইগার্সের ডাচ ক্রিকেটার পল ফন মেকেরিন এবং সহকারি কোচ মারিও ভিল্লাভিরায়নও (বাংলাদেশের সাবেক স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ) আজ ঢাকা পৌঁছেছেন ।

এর আগে গতকাল সোমবার ঢাকা পৌঁছেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তিন বিদেশি ওসমান খান, পুষ্প কুমারা ও খাজা নাফি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়