বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৪ মে ২০২২, ১৭:০৫

এশিয়া কাপ ফুটবল আয়োজন থেকে সরে দাঁড়াল চীন

এশিয়া কাপ ফুটবল আয়োজন থেকে সরে দাঁড়াল চীন
অনলাইন ডেস্ক

চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) আনুষ্ঠানিকভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) জানিয়ে দিয়েছে, তারা ২০২৩ এএফসি এশিয়ান কাপ আয়োজন করতে পারবে না।

সম্প্রতি ফের কভিড-১৯ মহামারি সংক্রমণ বাড়ায় আয়োজকের ভূমিকায় আর থাকছে না চীন। নাম প্রত্যাহার করে নিয়েছে দেশটি।

২০১৯ সালের ৫ জুন, প্যারিসে এফএসি সভায় এএফসি এশিয়ান কাপ আয়োজনে স্বত্ব পেয়েছিল চীন। আগামী বছর ১৬ জুন থেকে ১৬ জুলাই দেশটির ১০টি শহরে ২৪ দলের এই প্রতিযোগিতা আয়োজনের কথা দেশটির। ইতোমধ্যে এই আসরের লোগো প্রকাশ করা হয়েছে। গত বছর সাংহাই পুডং ফুটবল স্টেডিয়ামে তা উদ্বোধন করা হয়।

চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় নতুন আয়োজক খুঁজছে এএফসি। তবে এই ব্যাপারে এখনো নিজেদের সিদ্ধান্ত জানায়নি এএফসি। শিগগিরই নতুন আয়োজকের নাম ঘোষণা দেওয়া হবে জানিয়েছে তারা।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়