প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:৫১
দশ দিনের প্রস্তুতিতে ওমান যাচ্ছে যুব হকি দল
মাত্র ১০ দিনের প্রস্তুতি নিয়ে জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দল ওমান যাচ্ছে জুনিয়র এএইচএফ কাপে অংশ নিতে। আগামী ৬ থেকে ১২ জানুয়ারি ওমানের মাসকাটে অনুষ্ঠিত হবে এশিয়ার হকির যুবাদের এই প্রতিযোগিতা।
টুর্নামেন্টে অংশ নেবে ৮ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অন্য তিন দেশ হচ্ছে- শ্রীলংকা, হংকং চায়না ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপের ৪ দেশ হচ্ছে- চাইনিজ তাইপে, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও স্বাগতিক ওমান।
বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে ৬ জানুয়ারি। প্রতিপক্ষ হংকং চায়না। বাংলাদেশের পরের দুই ম্যাচ ৭ জানুয়ারি শ্রীলংকার বিপক্ষে ও ৯ জানুয়ারি উজবেকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ এই টুর্নামেন্টে একবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে। সেবার বাংলাদেশ টুর্নামেন্টে বাংলাদেশ ৫ ম্যাচ খেলে ৩৫ গোল করেছিল। কোন গোল হজম করেনি স্বাগতিকরা।
বাংলাদেশ কি শিরোপা উদ্ধার করতে পারবে? দলের কোচ মামুনুর রশিদ বলেন, ‘আমরা তো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাবো। তবে কতটা সম্ভব হবে সেটা টুর্নামেন্ট খেলে বোঝা যাবে। ওখানে স্বাগতিক ওমানই হবে আমাদের প্রধান প্রতিপক্ষ। মাত্র ১০ দিন অনুশীলন করে টুর্নামেন্ট খেলতে যাচ্ছি আমরা। দলে প্রিন্স লাল সামন্ত ও রকিবুল হাসান রকির রকির ছাড়া সবাই নতুন।’
গত ২১ ডিসেম্বর মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হয়েছিল এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের যুবাদের প্রস্তুতি। ২৫ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন করে বাংলাদেশ হকি ফেডারেশন ২২ জনের দল ঘোষণা করেছে। এর মধ্যে ১৮ জন চূড়ান্ত দলে, ৪ জন স্ট্যান্ডবাই।
বাংলাদেশ দল বুধবার রাতে ওমান যাচ্ছে।
বাংলাদেশ দল
গোলরক্ষক : নুরুজ্জামান নয়ন, সাইফুদ্দিন।
রক্ষণভাগ : আমিরুল ইসলাম, হুজাইফা হোসেন, রাহিদ হাসান জীবন, মেহরাব হাসান সামিন, আসাদুজ্জামান চাঁদ, আমান শরিফ।
মধ্যমাঠ : প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, সাবেদুর রহমান মিঠু, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু।
আক্রমণভাগ : রকিবুল হাসান রকি (সহকারী অধিনায়ক), ওবায়দুল হক জয়, দেবাশিষ কুমার রায়, তাসিন আলী, জাহিদ হোসেন।
স্ট্যান্ডবাই : মো. আলামিন, তৈয়ব আলী, রামিম হোসেন, মো. শিমুল ইসলাম।