প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০৭:৩৮
টানা তৃতীয় জয়ে বঙ্গবন্ধু ভলিবলের সেমিফাইনালে বাংলাদেশ
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
প্রথম সেটে ২৫-১৬ পয়েন্টে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে হেরে যায় ২২-২৫ পয়েন্টে। পরের সেটেও হেরে বসে বাংলাদেশ। হারের ব্যবধান ২৩-২৫ পয়েন্ট।
২-১ সেটে পিছিয়ে পড়া বাংলাদেশ চতুর্থ সেটে জয় পায় ২৫-১৩ পয়েন্টে। পঞ্চম সেটে ১৫-১৩ পয়েন্টে জয় তুলে নিয়ে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাফিন।
ম্যাচ শেষে সাফিন বলেছেন, 'শেষ ম্যাচটি কঠিন কঠিন ছিল। তবে আমরা জিতেছি এটাই বড় কথা। সেরা খেলোয়াড় হয়েছি সেটা খুবই আনন্দের।'
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও যুগ্ম সম্পাদক অ্যাড. ফজলে রাব্বী বাবুল।
রোববার বিকেল সাড়ে ৫টায় সেমিফাইনালে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। অন্য সেমিফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে কিরগিজস্তান ও শ্রীলঙ্কা।