বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২, ০৫:৫৩

ভলিবলে নেপালকে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

ভলিবলে নেপালকে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
অনলাইন ডেস্ক

ঢাকায় বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২২ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনে এ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও কিরগিজস্থান এ চার দেশ টুর্নামেন্টে অংশ নেয়। আজ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ ডিসেম্বর।

উদ্বোধনী দিনে বাংলাদেশ বনাম নেপালের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। নেপালকে টানা ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশ শুভ সূচনা করে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ফেডারেশনের প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়