বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:০৫

ব্রাজিল পেলো দ. কোরিয়াকে, দেখুন দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

ব্রাজিল পেলো দ. কোরিয়াকে, দেখুন দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
অনলাইন ডেস্ক

শেষ ম্যাচে অপ্রত্যাশিতভাবে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে গেলো ব্রাজিল। দ্বিতীয় সারির একটি দল নামিয়েছিলেন কোচ তিতে। যারা মুহুর্মুহু আক্রমণই সাজাতে পেরেছে শুধু।

গোল দেয়ার ক্ষমতা ছিল না তাদের। ক্যামেরুনের গোলমুখে বল নিয়ে গেলেই যেন খেই হারিয়ে ফেলে তারা। ২৯বার চেষ্টা করে একবারও আফ্রিকান দেশটির জালে বল প্রবেশ করাতে পারলো না তারা।

অথচ, মাত্র তিন কিংবা চারটি প্রচেষ্টার একটিকে কাজে লাগিয়ে ঠিকই গোল আদায় করে নিতে পেরেছে ক্যামেরুন। জিতলেও বিদায় নিতে হয়েছে আফ্রিকান দেশটিকে। অন্যদিকে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ, সুইজারল্যান্ড জিতলেও গোল ব্যবধানে এগিয়েছিলো ব্রাজিলিয়ানরাই।

সূচি অনুসারে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে খেলবে এইচ গ্রুপের রানারআপের সঙ্গে। সে হিসেবে জি গ্রুপের চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেলো এইচ গ্রুপের রানারআপ দক্ষিণ কোরিয়াকে। আর এইচ গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল পেলো জি গ্রুপের রানারআপ সুইজারল্যান্ডকে।

আজ রাতের দুটি ম্যাচ দিয়ে শেষ হয়ে গেলো কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা। এবং এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে কোন ১৬টি দল উঠলো দ্বিতীয় রাউন্ডে এবং কে কার মুখোমুখি হবে। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।

ব্রাজিল পেলো দ. কোরিয়াকে, দেখুন দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

এক নজরে দেখে নেয়া যাক, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি

ম্যাচ নং

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

৪৯

৩ ডিসেম্বর, শনিবার

নেদারল্যান্ডস : যুক্তরাষ্ট্র

রাত ৯টা

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল রাইয়ান

৫০

৩ ডিসেম্বর, শনিবার

আর্জেন্টিনা: অস্ট্রেলিয়া

রাত ১টা

আহমেদ বিন আলি স্টেডিয়াম, আল রাইয়ান

৫২

৪ ডিসেম্বর, রোববার

ফ্রান্স : পোল্যান্ড

রাত ৯টা

আল থুমামা স্টেডিয়াম, দোহা

৫১

৪ ডিসেম্বর, রোববার

ইংল্যান্ড : সেনেগাল

রাত ১টা

আল বাইত স্টেডিয়াম, আল খোর

৫৩

৫ ডিসেম্বর, সোমবার

জাপান : ক্রোয়েশিয়া

রাত ৯টা

আল জানোব স্টেডিয়াম, আল ওয়াকরা

৫৪

৫ ডিসেম্বর, সোমবার

ব্রাজিল : দক্ষিণ কোরিয়া

রাত ১টা

স্টেডিয়াম ৯৭৪, দোহা

৫৫

৬ ডিসেম্বর, মঙ্গলবার

মরক্কো : স্পেন

রাত ৯টা

এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান

৫৬

৬ ডিসেম্বর, মঙ্গলবার

পর্তুগাল: সুইজারল্যান্ড

রাত ১টা

লুসাইল স্টেডিয়াম, লুসাইল

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়