প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ২৩:৪৮
কাতারের গর্বের প্রতীক লুসাইল স্টেডিয়াম
কাতারের এই স্টেডিয়ামটি মূলত বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা। ২০১০ সাল থেকে নকশা চেয়েও মনের মতো হচ্ছিল না কর্তৃপক্ষের। শেষে আয়োজক কমিটি বাটি-আকৃতির একটি নকশাকে বেছে নেয়। সুন্দর লুসাইল স্টেডিয়ামে এক সঙ্গে বসে ৮০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা জয়ের লক্ষ্যে এখানেই মাঠে নামবেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোরা। ফাইনাল মহারণে লুসাইলের আকাশেই শিরোপা উঁচিয়ে বিশ্বজয়ের আনন্দে মাতবেন বিশ্বসেরারা।
দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরুর দ্বিতীয় দিনে এখানে মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা মুখোমুখি হবে সৌদি আরবের। চারদিন পর ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে লড়বে লা আলবিসেলেস্তেরা। ২৪ তারিখ লুসাইলে নেইমার-রিচার্লিসনদের ব্রাজিল মাঠে সাবিয়ার বিপক্ষে।
২ ডিসেম্বর হলুদ জার্সিধারীদের প্রতিপক্ষ হবে ক্যামেরুন। রোনালদো-ব্রুনোদের পর্তুগাল ২৮ তারিখ মুখোমুখি হবে নুনেজ-সুয়ারেজদের উরুগুয়ের বিপক্ষে। এখানে বসবে শেষ ষোলোর একটি, কোয়ার্টার ফাইনালের একটি ও একটি সেমিফাইনালের মহারণ। ১৮ ডিসেম্বর এই মাঠেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
দোহার ১৫ কিলোমিটার উত্তরে দুই লাখ জনসংখ্যার পরিকল্পিত একটি শহর লুসাইল। এই শহরেই অবস্থিত এবারের সবচেয়ে বড় স্টেডিয়াম লুসাইল। বিশ্বকাপে সবচেয়ে বেশি চোখ থাকবে এই স্টেডিয়ামের দিকেই। ৮০ হাজার দর্শকধারণক্ষমতার এই স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ও একটি সেমিফাইনালসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
কাতারের এই স্টেডিয়ামটি মূলত বিশ্বকাপকে সামনে রেখেই তৈরি করা। ২০১০ সাল থেকে নকশা চেয়েও মনের মতো হচ্ছিল না কর্তৃপক্ষের। শেষে আয়োজক কমিটি বাটি-আকৃতির একটি নকশাকে বেছে নেয়।
২০১৭ সালে নির্মাণ শুরু হয়ে ২০২১-এর নভেম্বরে কাজ শেষ হয় বিশ্বকাপ উপলক্ষ্যে নির্মিত এই স্টেডিয়ামের। উদ্বোধন করা হয় ২০২১ সালের ১১ আগস্ট। ব্রিটিশ সংস্থা ফস্টার পার্টনার্স ও পপুলাস মাঠটির নকশা দিয়েছে। এটি দক্ষিণ দোহার খুব কাছে এবং পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত। পুরনো জাহাজ ও সেটির বিভিন্ন বস্তুর স্তর সজ্জা নকশায় ফুটিয়ে তোলা হয়েছে।
কাতার স্টারস লিগের আল রাইয়ান এবং আল আরাবির মধ্যকার ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে কাতারের সবচেয়ে বড় এই স্টেডিয়াম। বিশ্বকাপ শেষে স্টেডিয়ামটিকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্থান হিসেবে পরিবর্তন করা হবে।
সুবিশাল স্টেডিয়ামটিতে রয়েছে আধুনিক প্রায় সব সুযোগ-সুবিধা। লুসাইল আইকনিক স্টেডিয়ামের নকশা তৈরি করা হয়েছে সমগ্র আরব এবং ইসলামিক বিশ্ব জুড়ে পাওয়া হাতে তৈরি বাটির আদলে। আর স্টেডিয়ামের আলোকছটা দেওয়া আয়নাগুলো তৈরি হয়েছে ফানার নামক আরব্য লণ্ঠনের আকৃতিতে।
স্টেডিয়ামটির প্রায় সব কাজ সৌরবিদুৎ দিয়ে সম্পন্ন করা হবে। কাঁচের আবরণ ও ধাতব পদার্থের মিশেলে গড়া মাঠটির ছাদ বিশেষ উপাদান দিয়ে গড়া। যেটি বিদ্যুৎ উৎপাদন করার পাশাপাশি স্টেডিয়ামকে বালি, গরম বাতাস থেকে দূরে ও শীতাতপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে।
লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে যে সব খেলা
গ্রুপ পর্ব
১. ২২ নভেম্বর, গ্রুপ 'সি', আর্জেন্টিনা-সৌদি আরব, বিকাল ৪ টা
২. ২৪ নভেম্বর, গ্রুপ 'জি', ব্রাজিল-সার্বিয়া, রাত ১ টা
৩. ২৬ নভেম্বর, গ্রুপ 'সি', আর্জেন্টিনা-মেক্সিকো, রাত ১ টা
৪. ২৮ নভেম্বর, গ্রুপ 'এইচ', পর্তুগাল-উরুগুয়ে, রাত ১ টা
৫. ৩০ নভেম্বর, গ্রুপ 'সি', সৌদি আরব-মেক্সিকো, রাত ১ টা
৬. ২ ডিসেম্বর, গ্রুপ 'জি', ক্যামেরুন-ব্রাজিল, রাত ১ টাদ্বিতীয় রাউন্ড
৭. ৬ ডিসেম্বর, এইচ-১ : জি-২, রাত ১ টা
কোয়ার্টার-ফাইনাল ৮. ৯ ডিসেম্বর
সেমি-ফাইনাল ৯. ১৩ ডিসেম্বর
ফাইনাল ১০. ১৮ ডিসেম্বর