প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২, ০২:২৭
ইংল্যান্ডকে অভিনন্দন, তারা যোগ্য চ্যাম্পিয়ন
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ হাতছাড়া হলেও বাবর আজম ছিলেন বিনয়ী। ম্যাচ শেষে হওয়া সংবাদ সম্মেলনে তিনি বললেন, ইংল্যান্ডকে অভিনন্দন, তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য।
বাবর আজম বলেন, ইংল্যান্ডকে অভিনন্দন, তারা দারুণ লড়েছে, চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য তারা। মেলবোর্ন আমাদের ঘরের মাঠের মতো মনে হচ্ছিল। প্রতিটি মাঠেই আমরা সমর্থন পেয়েছি। ভক্তদের সেজন্য ধন্যবাদ।
ফাইনাল নিয়ে বাবর বলেন, শুরুর দুই ম্যাচ হেরে আমরা আসর শুরু করি। পরের চার ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা অসাধারণ। খেলোয়াড়দের নেচারাল গেম খেলতে বলেছিলাম, তবে ২০ রানের মতো কম করে ফেলেছিলাম আমরা। আমাদের বোলিং বিশ্বের অন্যতম সেরা। তারা দারুণ লড়েছে। শাহিনের ইনজুরি ধাক্কা হয়ে আসে, তবে ওটাও খেলার অংশ।
এর আগে ১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিলেন ইমরান খান। পরবর্তীতে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু বাবর আজম ও তার দল চ্যাম্পিয়ন হতে পারলো না।
ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ১৩৭ রান তুলে এক ওভার থাকতে হেরেছে ৫ উইকেটে তারা। যোগ্য দল হিসেবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে বলে ম্যাচ শেষে উল্লেখ করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন তিনি।