প্রকাশ : ১০ নভেম্বর ২০২২, ২২:৫৪
পাকিস্তানের চাওয়া পূরণ করতে পারল না ভারত
নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। অপেক্ষায় ছিল প্রতিপক্ষের। কে হবে পাকিস্তানের শিরোপার যুদ্ধের প্রতিপক্ষ? গত ২৪ ঘণ্টা ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট বিশ্বে। অবশেষে জানা গেল রোববার (১২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-ইংল্যান্ড।
চলমান টি-টােয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় ইংল্যান্ড।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডের ম্যাচটিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।
ইংল্যান্ডের এই জয়ে স্বপ্ন পূরণ হলো না পাকিস্তান দলের মেন্টর ম্যাথু হেডেনের। তিনি চেয়েছিলেন ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই হোক।
বুধবার (৯ নভেম্বর) সিডনিতে নিউজিল্যান্ডকে প্রথম সেমিফাইনালে হারানোর পর হেডেন বলেন, ‘আমরা ভারতের বিরুদ্ধে খেলতে চাই। দুদেশের সমর্থকদের কথা ভেবেই এ কথা বলছি। কারণ, যদি ভারত-পাকিস্তান মাঠে নামে তাহলে বিশ্বের তিন ভাগের এক ভাগ মানুষ খেলা দেখবে।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না যে, এখনো আমরা নিজেদের সেরা খেলা খেলতে পেরেছি। আশা করছি ফাইনালে সেটা দেখাতে পারব।’