বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ০১:৫৫

‘আমার পিছু লেগে ক্ষমতার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা’

‘আমার পিছু লেগে ক্ষমতার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা’
অনলাইন ডেস্ক

১০ কোটি টাকা থেকে ৫১০ কোটি- সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সম্পদের পরিমাণ নিয়ে সম্প্রতি যে বিতর্কিত সংবাদ প্রকাশ হয়েছে, তাকে এরই মধ্যে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

আজ সকালে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই খবর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। এরপর আজ সন্ধ্যায় আরও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। যেখানে তিনি তার বিরোধীদের একহাত নিয়েছেন। সে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তার মতো একজনের পেছনে লেগে থেকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা করা।

মাশরাফি তার বিরোধীদের পরামর্শ দিয়েছেন নিজের পথটা খুঁজতে। বলেছেন, তার পেছনে লেগে থাকা মানেই সময় নষ্ট করা। মাশরাফি জানিয়েছেন, তিনি তার নিজের মতো করেই পথ চলবেন।

মাশরাফি নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে যা লিখেছেন, পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। মাশরাফি লিখেছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সংবাদকর্মীর সঙ্গে মিশেছি, তাদের কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।

আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদের সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। স্পর্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।

আর আমার বিরোধী মতের যে ভাইরা মনে করছেন, এসব উড়ো খবরকে পুঁজি করে আমার সম্মানহানি করবেন, তাদের বলব, আপনারা কেবল সময় নষ্টই করছেন। রাজনীতির এই বিশাল জগতে মাশরাফি তুচ্ছ ও নগণ্য একজন। আমার দল এত ঐতিহ্যবাহী এবং এতটা বড়, সেখানে আমি খুবই ক্ষুদ্র ও সামান্য একজন। আমার মতো একজনের পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা। আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়