বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০২:০০

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের দুর্দান্ত জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের দুর্দান্ত জয়
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে আজ রবিবার (২৩ অক্টোবর) বিরাট কোহলির নৈপুণ্যে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ৮২ রানের কার্যকরী ইনিংস খেলেন বিরাট। তার ইনিংসটি ৬ চার এবং ৪ ছক্কায় সাজানো। হার্দিক পান্ডিয়া খেলেন ৩৭ বলে ৪০ রানের ইনিংস। নান্দনিক ৮২ রানের ইনিংস খেলায় ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়লেও ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেলো ভারত।

শেষ ২ ওভারে ভারতের সামনের লক্ষ্য ছিল ৩১ রান। ১৯তম ওভারে হারিসের প্রথম ৪ বল থেকে আসে মাত্র ৩ রান। পরের দুই বলে বিশাল ছক্কা হাঁকিয়ে লক্ষ্যটাকে হাতের নাগালে আনেন কোহলি। শেষ ওভারে তাই ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৬ রানে। শেষ ওভারে স্পিনার মোহাম্মদ নওয়াজকে বোলিংয়ে আনেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম।

প্রথম বলেই হার্দিককে ক্যাচ আউট করে বিদায় করেন নওয়াজ। ৩৭ বলে ৪০ রানের দারুণ ইনিংস খেলে বাবরের হাতে ক্যাচ দিয়ে আউট হন হার্দিক। ক্রিজে আসা দীনেশ কার্তিক সিঙ্গেল নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন। তৃতীয় বলে আসে ২ রান। চতুর্থ বলে ডিপ মিড-উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন কোহলি। সঙ্গে উপহার হিসেবে পান নো বল। এরপর ওয়াইড ও বাই মিলিয়ে আসে আরও ৪ রান। শেষ ২ বলে ২ রানের সহজ লক্ষ্য পার হতে গিয়েও পঞ্চম বলে রান আউট হয়ে ফেরেন কার্তিক। কিন্তু ওয়াইড দিয়ে চাপটা ভারতের ওপর থেকে সরিয়ে নেন বোলার নিজেই। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত ১২ ম্যাচে মাঠে নেমে দুদল। এর মধ্যে ভারতের জয়ের পাল্লা ভারি। তাদের ৯ জয়ের বিপরীতে পাকিস্তান জয় পেয়েছে ৩ ম্যাচে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়