বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৩

জোড়া গোল করে হন্ডুরাসকে উড়িয়ে দিল মেসি

জোড়া গোল করে হন্ডুরাসকে উড়িয়ে দিল মেসি
অনলাইন ডেস্ক

লিওনেল মেসির জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ জয়ে অপরাজেয় ধারাকে ৩৪ ম্যাচে নিয়ে গেলো লিওনেল স্কালোনির দল।

শনিবার ভোরে শুরু হয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি।

খেলার শুরু থেকেই আর্জেন্টিনার দাপট ছিল চোখে পড়ার মতো।

একটি পেনাল্টিসহ মেসি দুই ও বাকি এক গোল করেছেন লাউতারো মার্টিনেজ।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, খেলার ১৬ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন লওতারো মার্তিনেজ।

প্রথমার্ধের ইনজুরি টাইমে, পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধেও দলীয় সমন্বয় ধরে রাখে আলবিসেলেস্তেরা। ৬৯ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে দারুণ চিপে নিজের জোড়া পূরণ করেন মেসি। স্কালোনির অধীনে ৪-৩-৩ ফর্মেশনে যে কোন খেলোয়াড় নিয়ে বেশ স্বস্তিদায়কভাবেই খেলছে আর্জেন্টিনা। যেখানে দলের হৃদপিণ্ডের ভূমিকা পালন করছেন, ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়