বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৪৮

ওমরাহ পালনে মাহেদী, থাকছেন না দুবাইয়ে

ওমরাহ পালনে মাহেদী, থাকছেন না দুবাইয়ে
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানে চেপে দুবাই যাবে জাতীয় দলের বহর। সন্ধ্যা নামতেই টিম বাংলাদেশ পৌঁছে যাবে দুবাই শহরে। বিশ্বকাপের স্কোয়াডের স্ট্যান্ডবাই ক্রিকেটাররাও যাবেন। তবে যেতে পারছেন না শেখ মাহেদী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ মাহেদি ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন। তাই আরব আমিরাতের অংশে থাকবেন না তিনি। তবে সৌম্য সরকার, শরিফুল ইসলাম আর রিশাদ হোসেন ঠিকই দলের সঙ্গে দুবাই যাচ্ছেন।

তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এবং মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম দুবাইতে দলের সঙ্গে থাকবেন না। তারা সবাই জাতীয় দলের সঙ্গে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ড যাবেন। শুধু টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনই টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীধরন শ্রীরামের সাথে দুবাই যাবেন। আর লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালও যাচ্ছেন দুবাইতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়