প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৪
সিসিটিভির ফুটেজে চুরির সত্যতা মেলেনি : বিমানবন্দর কর্তৃপক্ষ
সাফ জয়ী নারী ফুটবল দলের দুই সদস্য কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহার সিনিয়রের লাগেজ কেটে ডলার ও টাকার চুরির অভিযোগের সত্যতা পায়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন ও নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতিতে তিনি বলেন, বাফুফের পাশাপাশি গণমাধ্যম থেকেও পাওয়া অভিযোগের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। সেখানে অভিযোগের সত্যতা প্রমাণ হয়নি। সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে লাগেজগুলো বুঝে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১ টা ৪২ মিনিটে বিমান অবতরণ করে। ১ টা ৫৮ মিনিটে ব্যাগেজ মেক-আপ এরিয়ায় ট্রলির আগমন, এক মিনিট পরেই প্রথম লাগেজ ড্রপ। বেলা ২ টায় কনভেয়ার বেল্ট-০৮ এ প্রথম লাগেজ ড্রপ, ২ টা ৮ মিনিটে ব্যাগেজ মেক-আপ এরিয়ার শেষ ব্যাগেজ ড্রপ হয়।