প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪
বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের ফুলেল সংবর্ধনা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাফজয়ী নারী ফুটবলারদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে নারী দলকে বহনকারী বিমান অবতরণ করে বিমানবন্দরে।
বিমান থেকে নামার পর নারী ফুটবলাদের ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাফুফের কার্যনির্বাহী কমিটির একটি অংশ। এরপর মারিয়ারা ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করবেন।
নারী দলের ট্রফি যাত্রার সম্ভাব্য রুট ধরা হয়েছে বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি, তেজগাঁও, কাকরাইল, মতিঝিল ও আরামবাগ হয়ে বাফুফে ভবন। সেখানে সানজিদাদের আরেক দফা বরণ করা হবে। এরপর নারী দলের সঙ্গে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সাফ জয়ের অভিযান নিয়ে আলাপচারিতা করবেন।