বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৬

কাতারের কাছে ৩ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা

কাতারের কাছে ৩ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা
অনলাইন ডেস্ক

বাহরাইনের বিপক্ষে ড্রয়ের পর ভুটানের বিপক্ষে জয়-এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুর্দান্ত শুরু ছিল বাংলাদেশের। কিন্তু তৃতীয় ম্যাচে এসে লাল-সবুজ জার্সিধারী যুবাদের ছন্দপতন হয়েছে। গত রাতে বাহরাইনে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছে গ্রুপের সবচেয়ে ফেভারিট দল কাতারের কাছে।

বাহরাইনের চেয়েও অনেক শক্তিশালী কাতারের যুবারা। তাই ম্যাচের আগে তারাই ছিল ফেভারিট। বাংলাদেশ অবশ্য শুরু থেকে প্রচন্ড লড়াই করে খেলতে থাকে। ড্র করে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারলে সেটা হতো বিশাল পাওয়া। কিন্তু ৯০ মিনিটের লড়াইয়ে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশের যুবাদের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারেনি রাশেদ পাপ্পুর শিষ্যরা। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে তানভীর-নোভারা।

২৩ মিনিটে গোল করে এগিয়ে যায় কাতার। ডান দিক থেকে মোবারকের ক্রস থেকে বাংলাদেশের ডিফেন্সের ভুলে বল নিয়ন্ত্রণ নেন আহমেদ আল-রাউয়াই। তিনি ডান পায়ের শটে পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষককে। ৬০ মিনিটে গোলরক্ষকের দূর্বলতায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় মধ্যপ্রাচ্যের দেশটি। দ্বিতীয় গোলটিও করেন আল-রাউয়াই। ম্যাচটি শেষ পর্যন্ত নিজের করে নেন আল-রাউয়াই। ইনজুরি সময়ে কাতার পেনাল্টি পেলে তিনি গোল করে দলের সহজ জয় নিশ্চিতের পাশাপাশি নিজের হ্যাটট্রিক করে নেন।

বক্সের সামান্য বাইরে পাওয়া ফ্রিকিক নিয়েছিলেন আল-রাউয়াই। বল লাগে দেওয়াল করে দাঁড়ানো নোভার হাতে। পেনাল্টির বাশি বাজান রেফারি। আল-রাউয়াই দারুণ শটে পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষক শান্ত কুমারকে।

এই হারে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট। ৫ রানার্সআপ দলের একটি হয়ে চূড়ান্ত পর্বে ওঠার যে সম্ভাবনা জেগেছিল বাংলাদেশের তা আবার ফিকে হয়ে গেলো।

বাংলাদেশ একাদশ

শান্ত কুমার রায়, শাহিন আহমেদ শাহিন, আজিজুল হক অনন্ত, শহিদুল ইসলাম, রাজিব হোসেন, তানভীর হোসেন, রফিকুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম, নাহিয়ান ও রাজন হাওলাদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়