বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯

নারী হকির ফাইনালে লাল-সবুজ

নারী হকির ফাইনালে লাল-সবুজ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত নারী ডেভেলপমেন্ট কাপের ফাইনালে উঠেছে লাল ও সবুজ দল। দুই দলই প্রথম দুটি ম্যাচ জিতে ফাইনালের পথ পরিষ্কার করে রেখেছিল। গতকাল শুক্রবার দুই দলের লড়াইটি ছিল শ্রেষ্ঠত্বের। সেই লড়াইয়ে কেউ জিততে পারেনি।

মওলানা ভাসানী স্টেডিয়াম বাংলাদেশ হকি ফেডারেশন লাল দল ও বাংলাদেশ হকি ফেডারেশন সবুজ দলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। এই দুই দল ফাইনালে ওঠায় বাদ পড়লো বাংলাদেশ হকি ফেডারেশন নীল দল ও বাংলাদেশ হকি ফেডারেশন হলুদ দল। শনিবার আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে নীল ও হলুদ দল।

গতকাল সুবজ দলের গোল করেছেন সোনিয়া আক্তার এবং লাল দলের গোল করেছেন কনা আক্তার।

এর আগে লাল দল ২-০ গোলে নীল দলকে এবং ৩-১ গোলে হলুদ দলকে হারিয়েছে। সবুজ দল প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়েছে হলুদ দলকে এবং দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে হারিয়েছে নীল দলকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়