বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১

৬ বছর পর ফাইনালে পা রাখল বাংলাদেশ

৬ বছর পর ফাইনালে পা রাখল বাংলাদেশ
অনলাইন ডেস্ক

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ বছর পর ফাইনালে পা রাখলো সাবিনা খাতুনরা।

খেলা শুরুর প্রথম থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। গোলের দেখা মিলল দ্বিতীয় মিনিটে, মাঝমাঠ থেকে আসা পাস ধরে সিরাত জাহান স্বপ্না গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান। হ্যাটট্রিক উপহার দিলেন অধিনায়ক সাবিনা খাতুন। গোলের সৌরভ ছড়ালেন কৃষ্ণা-ঋতুপর্ণারাও। ভুটানকে গুঁড়িয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ।

নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়