প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:২২
রাসেল-নারিন ছাড়াই চমক দেখিয়ে বিশ্বকাপে উইন্ডিজরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য চমক জাগানিয়া দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। যেখানে অভিজ্ঞ ক্রিকেটার নয় বরং তরুণদের প্রতি আস্থা রেখেছে ক্রিকেট বোর্ড।
দ্য হানড্রেড ক্রিকেটে ব্যাট-বল হাতে ভালো ফর্মে থাকা আন্দ্রে রাসেলকে দলে রাখেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যথারীতি জায়গা হয়নি দলটির বড় তারকা সুনীল নারিনেরও। ক্রিস গেইল তো ক্রিকেটেই নেই লম্বা সময় ধরে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলের সঙ্গে না থাকা ওপেনার এভিন লুইস অবশ্য সুযোগ পেয়েছেন বিস্ময় জাগিয়েই।
কেবল লুইস নয় চমক জাগানিয়া নাম আছে আরও দুটি। উইন্ডিজ ক্রিকেট বোর্ড বিশ্বকাপের মঞ্চে ডেকেছে এমন দুই ক্রিকেটারকে যারা এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে কোনো ম্যাচই খেলেনি এখন পর্যন্ত। একজন হলেন লেগস্পিনার ইয়ানিক কারিয়াহ, অন্যজন বাঁহাতি ব্যাটসম্যান রেমন রেইফার।
দলে বাকি ক্রিকেটাররা অনুমিতভাবেই দলে এসেছেন। জাতীয় দলের জার্সিতে নিয়মিত টি-টোয়েন্টি খেলা ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে উইন্ডিজ ক্রিকেট। যেখানে অধিনায়ক হিসেবে থাকছেন নিকোলাস পুরানই। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন রোভম্যান পাওয়েল।
দল নিয়ে উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, আমরা তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে দল নির্বাচন করেছি। আমরা সিপিএলে ভালো খেলা ক্রিকেটারদের সুযোগ দিয়েছি। আমি বিশ্বাস করি এই দল ভালো খেলতে পারবে আসন্ন বিশ্বকাপে।
এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ সরাসরি মূল পর্বে খেলতে পারবে না। বরং গ্রুপ পর্ব খেলে তবেই জায়গা করে নিতে হবে মূল পর্বে। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ যাত্রা।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে দুই দল যথাক্রমে ৫ ও ৭ অক্টোবর একে অপরের মুখোমুখি হবে।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ : নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ইয়ানিক কারিয়াহ, জনসন চার্লস, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেড ম্যাককয়, রেমন রেইফার, ওডেন স্মিথ।