বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৯

আফগানিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ
অনলাইন ডেস্ক

বুধবার শারজাহে ম্যাচের শেষ ওভারের রোমাঞ্চতায় হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান। নিজেও হারল, সঙ্গে ভারতকে নিয়েই এশিয়া কাপকে বিদায় জানাল মোহাম্মদ নবির দল।

অন্যদিকে ১১ সেপ্টেম্বর ফাইনালের টিকিট নিশ্চিত করল পাকিস্তান ও শ্রীলংকা।

এশিয়া কাপের মিশন শেষ হলেও আজ সেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় ম্যাচটি আজ নিয়ম রক্ষার ম্যাচে পরিণত। তবুও হারতে চাইবে না কোনো দলই। জয় নিয়েই দেশে ফিরতে চান তারা।

ভারতীয় ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, রশিদ-মুজিব-ফারুকিরদের সামলাতে একাদশ নির্বাচন করতে কোনও ভুল করতে চাইবেন না রোহিত শর্মা। তবে ভারতীয় একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। কারণ জাদেজার চোটের পর ভারতীয় দলের কম্বিনেশন ঠিক হচ্ছে না। শেষ দুই ম্যাচের জন্য ৪ বোলার ও একজন অলরাউন্ডার নিয়ে খেলেছ টিম ইন্ডিয়া।

বিশ্লেষকদের ধারণা, বৃহস্পতিবারের ম্যাচে শীর্ষ ৬-এ পরিবর্তন থাকবে না। কেএল রাহুলকে নিয়েই ওপেনিংয়ে নামবেন রোহিত শর্মা। মিডল অর্ডারের দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্ত। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তো থাকছেনই।

যে পরিবর্তনটা আসতে পারে - একাদশে দীপক হুডার জায়গায় সুযোগ পেতে পারেন দীনেশ কার্তিক অথবা অক্ষর প্যাটেল। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের সম্ভাবনাই বেশি। দলে একজন অলরাউন্ডারের ভূমিকা পালন করতে পারেন তিনি। যা রোহিত শর্মাকে ষষ্ঠ বোলারের বিকল্প দেবে।

আর কার্তিককে নিলে ব্যাটিং গভীরতা আরও বাড়বে। অন্যদিকে ভুবনেশ্বর কুমারের জায়গায় ঢুকে পড়তে পারেন দীপক চাহার।

শ্রীলংকার বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচ করে কোনো উইকেট পাননি ভুবনেশ্বর। পাকিস্তানের বিপক্ষেও ৪ ওভারে ৪০ রান দিয়েছিলেন তিনি। তাই আজকের ম্যাচে তাকে বসিয়ে রাখার সম্ভাবনাই বেশি।

আজ যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে রবি বিষ্ণোইকে সুযোগ দেওয়ার কথা ভাবতে পারেন রোহিত। বিষ্ণোই পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করলেও শ্রীলংকার ম্যাচে দলে সুযোগ পাননি। পাকিস্তানের ম্যাচে ৪ ওভারে ২৬ রান দিয়ে বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন বিষ্ণোই।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ:

কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক/অক্ষর প্যাটেল, আর অশ্বিন, দীপক চাহার, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়