বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৯ মে ২০২২, ১৬:৩৩

‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়া মানে আপনি বোকাদের দলে’

‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়া মানে আপনি বোকাদের দলে’
অনলাইন ডেস্ক

টেস্ট ফরম্যাটে বাংলাদেশ এখনো ধুঁকতে থাকা দল। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও যার প্রমাণ দেখা গেছে। সে তুলনায় টেস্ট ফরম্যাটের শ্রীলঙ্কা অপেক্ষাকৃত ভালো।

তবে ঘরের মাঠের বাংলাদেশকে তবুও হালকাভাবে নিতে চায় না শ্রীলঙ্কা। লঙ্কানদের অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজ মনে করছেন, ঘরের মাঠের বাংলাদেশকে যারা হালকাভাবে নিবে তারা যেন বোকাদের দলে। বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার আগে এমনটাই বলেছেন ম্যাথুজ।

বাংলাদেশকে নিয়ে এই অভিজ্ঞ লঙ্কান বলেন, ‘বাংলাদেশ বেশ শক্ত দল, আপনি যদি তাদের হালকাভাবে নেন তবে নিজেকে বোকাদের দলে যুক্ত করলেন।’

শ্রীলঙ্কার হয়ে ৯৪টি টেস্ট ম্যাচ খেলা ম্যাথুজ বাংলাদেশকে হারানোর পরিকল্পনা হিসেবে নিজেদের সেরা খেলা উপহার দেওয়ার কথা বলেছেন। তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশকে হারাতে আপনাকে সেরা খেলাটাই খেলতে হবে, পারফর্ম করতে হবে, দক্ষতা দেখাতে হবে এবং পরিকল্পনার প্রয়োগ করতে হবে। আর আমাদের নিশ্চিত করতে হবে যে সেটা আমরা করবো।

৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার আরও বলেন, ‘বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় বড় দলকেও হারিয়েছে। সুতরাং ওখানে ভালো করতে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে শ্রীলঙ্কা দল। যদিও তাদের অধিনায়ক দিমুথ করুণারত্নে ও পেসার চাম্মিকা করুণারত্নে এখনও দলের সঙ্গে যোগ দেননি। তারা সোমবার বাংলাদেশে আসবেন।

শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে। দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৩ মে মিরপুরের হোম অব ক্রিকেটে খেলবে। এর আগে ১০ ও ১১ মে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়