প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০
এমবাপের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো পিএসজি
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করলো অধরা শিরোপার মিশনে নামা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারালো ফ্রান্সের ক্লাবটি।
ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে মঙ্গলবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে পিএসজি। শুরুতেই এমবাপের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের ব্যবধান কমানো গোলটি করেন ওয়েস্টন ম্যাককেনি।