প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ১৩:২৩
এশিয়া কাপে আজ দেখবেন ভারত-হংকংয়ের ম্যাচ
চলমান এশিয়া কাপে আজকের (৩১ আগস্ট) ম্যাচে মুখোমুখি হবে হট ফেভারিট ভারত এবং বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছিল ভারত।
আজ হংকংয়ের বিপক্ষে জিতলেই আফগানিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করবে রোহিত শর্মার দল। অন্যদিকে নিজেদের অস্তিত্বের জানান দিতে এই ম্যাচে দারুণ কিছু করে দেখাতে চাইবে এশিয়া কাপের কোয়ালিফাই পর্ব পেরিয়ে আসা হংকং।
এশিয়া কাপের ম্যাচ ছাড়া আজ টিভির পর্দায় অন্য যেসব খেলা দেখবেন।
ক্রিকেট
এশিয়া কাপ
ভারত-হংকং
সরাসরি, রাত ৮টা;
জিটিভি, বিটিভি, স্টার স্পোর্টস ওয়ান।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
আর্সেনাল-অ্যাস্টন ভিলা
রাত ১২টা ৩০ মিনিট;
সরাসরি, স্টার স্পোর্টস টু।
ম্যানসিটি-নটিংহ্যাম
রাত ১২টা ৩০ মিনিট;
সরাসরি, সিলেক্ট ওয়ান।
লিভারপুল-নিউ ক্যাসেল
রাত ১টা;
সরাসরি, সিলেক্ট টু।
টেনিস
ইউএস ওপেন
রাত ৯টা;
সরাসরি, সনি টেন ২।