প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ১৬:১৬
পাকিস্তানের জুনিয়র লিগে খেলতে চায় বাংলাদেশিরাও
প্রথমবারের মতো জুনিয়র ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চালু করতে যাচ্ছে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের আদলে আয়োজন করা হবে পিজেএল। যেখানে পাকিস্তান ছাড়াও বাইরের দেশের জুনিয়র ক্রিকেটারদের খেলার সুযোগ থাকছে।
ইতোমধ্যে পাকিস্তান ছাড়া অন্য আটটি ক্রিকেট দেশের বোর্ড থেকে মোট ১৪০ জন বিদেশি জুনিয়র ক্রিকেটার এই লিগ খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে। বাংলাদেশের জুনিয়র ক্রিকেটাররাও আছে সেই তালিকায়। বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের জুনিয়র ক্রিকেটাররা রেজিস্ট্রেশন করেছেন এই লিগ খেলার জন্য।
পূর্ণ সদস্যের ক্রিকেট বোর্ডের মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড থেকে কোনো জুনিয়র ক্রিকেটার উদ্বোধনী আসরে খেলবে না পিজেএল। মূলত, ক্রিকেটিং শিডিউলে ক্ল্যাস করায় এই দুই দেশের জুনিয়র ক্রিকেটাররা খেলছে না এবার। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিজেএলের প্রতি পূর্ণ সমর্থন থাকবে তাদের।
এদিকে পূর্ণ সদস্যের ক্রিকেটিং দেশ ছাড়াও সহযোগী দেশগুলোর ক্রিকেট বোর্ডও নিজেদের প্রতিভাবান জুনিয়র ক্রিকেটারদের তুলে ধরতে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের মানিয়ে নিতে আবেদন করেছে পাকিস্তান জুনিয়র লিগে খেলতে।