বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ১৭:৪৮

সাকিবদের মেন্টর বিতর্কিত শ্রীশান্ত

সাকিবদের মেন্টর বিতর্কিত শ্রীশান্ত
অনলাইন ডেস্ক

দ্বিতীয়বারের মতো আবুধাবীর টি-টেন লিগে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে দলটির সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।

এবারের আসরে সাকিবের দল বাংলাদেশ টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক বাংলাদেশি সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এদিকে সাকিবদের দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার এস শ্রীশান্তকে।

আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় ব্যাডবয় তকমা ছিল ৩৯ বছর বয়সী সাবেক এই পেসারের। অনেকটা রগচটা এই ভারতীয় ক্রিকেটার বিভিন্ন সময় প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়িয়ে যেত। এ ছাড়াও শ্রীশান্তের ক্যারিয়ারের ফিক্সিংয়ের মতো কেলেঙ্কারিও জড়িয়ে আছে।

সেই বিতর্কিত শ্রীশান্তকেই সাকিবদের মেন্টর হিসেবে বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেট ক্যারিয়ারে অবশ্য বল হাতে খুব একটা খারাপ করেননি শ্রীশান্ত। ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতের হয়ে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে যাওয়ার আগে তিন ফরম্যাট মিলিয়ে ৯০ ম্যাচ খেলেছেন শ্রীশান্ত। যেখানে মোট ১৬৯ উইকেট আছে শ্রীশান্তের নামের পাশে।

ক্রিকেটের পাশাপাশি রাজনীতি এবং অভিনয় জগতেও নিজের নাম জড়িয়েছেন শ্রীশান্ত। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর পর দল থেকে ছিটকে যাওয়ার ৮ বছর পর আবার মাঠে ফেরেন শ্রীশান্ত। ঘরোয়া কিছু ম্যাচও খেলেন এই পেসার কিন্তু জাতীয় দলের রাডারে নেই মেন্টরের দায়িত্ব পাওয়া শ্রীশান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়