প্রকাশ : ০৮ মে ২০২২, ১৩:৩৫
সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই ইউনাইটেডের
আগামী মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে থাকবেন তো ক্রিস্টিয়ানো রোনালদো? যদি থাকেন তবে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না পর্তুগিজ উইঙ্গারের।
চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সেরা চারে যাওয়ার আশা নেই বললেই চলে ম্যানচেস্টার ইউনাইটেডের। ব্রাইটনের বিপক্ষে অপমানজনক ৪-০ গোলে হারের পর আর কোনো আশা দেখছে না রেড ডেভিলরা।
সেরা চারে জায়গা না হলে চ্যাম্পিয়নস লিগেও দর্শক হয়ে থাকতে হবে ইউনাইটেডকে। তারপরও যদি আগামী মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে থাকেন তবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে দেখা যাবে না রোনালদোকে। ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগ হবে ‘চ্যাম্পিয়নস লিগে’র রাজাকে ছাড়া!
ব্রাইটনের মাঠ অ্যামেক্স স্টেডিয়ামে যেভাবে ধরাশায়ী হলো রেড ডেভিলরা, তাতে কোচ রাল্ফ রাংনিকও মানছেন, এটা ওল্ড ট্রাফোর্ডে আসার পর তার অধীনে শিষ্যদের সবচেয়ে বাজে পারফরম্যান্স। ‘হ্যাঁ, প্রথম থেকে শেষ মিনিট।’ ব্রাইটনের বিপক্ষে রেড ডেভিলদের পারফরম্যান্স এভাবেই বিশ্লেষণ করলেন জার্মান কোচ। রাংনিকের ভাষ্য ঠিকই আছে। প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত ম্যাচেই দেখা যায়নি ইউনাইটেডকে। রোনালদোর মতো তারকা থাকা সত্ত্বেও এই মৌসুমে ইউনাইটেড যে পারফরম্যান্স দেখাল, তা সত্যিই হতাশাজনক। একের পর এক পরাজয় মেনে নেওয়া রেড ডেভিলদের এখন সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই নেই।
রাংনিকের মুখেও সেই কথা, ‘আমরা কেবল সমর্থকদের কাছে ক্ষমা চাইতে পারি। এটা ভয়ংকর পারফরম্যান্স এবং অপমানজনক পরাজয়।
সূত্র: দেশ রূপান্তর