বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে

প্রকাশ : ০৮ মে ২০২২, ১৩:৩০

২২ বছর পর ফ্রেঞ্চ কাপ জিতল নঁতে

২২ বছর পর ফ্রেঞ্চ কাপ জিতল নঁতে
অনলাইন ডেস্ক

২২ বছর পর প্রথমবার ফ্রেঞ্চ কাপ জিতল নঁতে।

স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে নিসকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল ক্লাবটি। ২০০০ সালে শেষবার ফ্রেঞ্চ কাপ জিতেছিল তারা।

সেই সঙ্গে আগামী মৌসুমের ইউরোপা লিগের খেলাও নিশ্চিত করল নঁতে। ২০ বছর ফের ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে তাদের।

নিসের বিপক্ষে নঁতের প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে। তবে বিরতি থেকে ফেরার দ্বিতীয় মিনিটে গোলের দেখা পায় লিগ ওয়ানে ৯ম স্থানে থাকা দলটি। ডি-বক্সের ভেতর হ্যান্ডবল করেন হিচাম বৌদাউয়ি। স্পট-কিক থেকে জাল খুঁজে নেন নঁতের ফরাসি মিডফিল্ডার লুদোভিচ ব্লাস। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তার ১০ম গোল।

এই ব্যবধান রেখে নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো ফ্রেঞ্চ কাপ জয়ের উল্লাসে মেতে উঠে নঁতে। ২০০১ সালে লিগ ওয়ান জয়ের পর এটিই তাদের প্রধান শিরোপা।

২০১৪ সালের পর এবার পিএসজিকে ছাড়া ফ্রেঞ্চ কাপের ফাইনাল হলো। ১৬ জানুয়ারি ফরাসি জায়ান্টদের টাইব্রেকারে বিদায় করে দেয় নিস।

আঁতোয়া কোম্বোউয়ারের শিষ্যদের নাটকীয় পরিবর্তনই বলতে হবে। গত মৌসুমে নঁতে ফরাসি ফুটবলের শীর্ষ লিগের মৌসুম শেষ করেছিল ১৮তম স্থানে থেকে। তারা অবনমন এড়িয়েছিল প্লে-অফ খেলে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়