প্রকাশ : ২৪ আগস্ট ২০২২, ১১:৩৪
দুবাই পৌঁছেছেন সাকিবরা, তাসকিন-বিজয় উড়াল দেবেন আজ
এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য গতকাল (২৩ আগস্ট) মঙ্গলবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে উড়াল দেয় বাংলাদেশ ক্রিকেট দল। ৫ ঘণ্টা উড়াল শেষে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় দুবাইয়ে পৌঁছেছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।
এদিকে এশিয়া কাপে পুরো দল উড়াল দিলেও ভিসা জটিলতার কারণে যেতে পারেননি তাসকিন আহমেদ ও আনামুল হক বিজয়। তবে সেই সমস্যা সমাধান হয়েছে এই দুই ক্রিকেটারেরও। সব ঠিক থাকলে আজ দলের সঙ্গে যোগ দিতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবেন তাসকিন-বিজয়।
আগামী ২৭ আগস্ট শুরু হবে এবারের এশিয়া কাপের যুদ্ধ। বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে।
প্রথমবারের মতো হেডকোচ ছাড়াই কোনো বড় টুর্নামেন্ট খেলতে গেল বাংলাদেশ। দলে হেডকোচ না থাকলেও টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে গেমপ্ল্যান দেবেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। এছাড়াও দলের সঙ্গে ব্যাটিং, ফিল্ডিং, স্পিন বোলিং এবং ফাস্ট বোলিং কোচ থাকবে।