বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে

প্রকাশ : ২২ আগস্ট ২০২২, ১৩:৫৬

‘যা আছে তা নিয়েই লড়াইয়ে নামতে হবে’

‘যা আছে তা নিয়েই লড়াইয়ে নামতে হবে’
অনলাইন ডেস্ক

জিম্বাবুয়ে সিরিজ শেষে এশিয়া কাপের জন্য তড়িগড়ি করে ১৭ সদস্যের দল দেয়া হলেও রয়ে গেছে সঙ্কট। ওপেনার সঙ্কটের কথা দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্বীকার করে নেন আগেই। শুধু যে ওপেনার সঙ্কট সেটিও নয়, বোলারদের নিয়েও পরিকল্পনা সাজাতে হচ্ছে নানা রকম।

এত সঙ্কট নিয়ে এশিয়া কাপে খেলতে হবে তিন বারের ফাইনালিস্ট বাংলাদেশ দলকে। তার আগে সাকিব আল হাসানকে অধিনায়ক করে নতুন করে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সাকিব বলছেন, সঙ্কটের কথা ভেবে বসে থাকতে চান না। এখন যা আছে তা নিয়েই লড়াইয়ে নামতে হবে।

উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘এখন আমার কাছে তেল নেই, আমি তেল দিয়ে কী করতে পারি সেটা চিন্তা করে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, গ্যাস দিয়ে কী কী করতে পারব সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের রিসোর্সগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারি... আমি বিশ্বাস করি আমরা ভালো দল। এমন না যে আমরা কখনও করে দেখাইনি।’

দলে যারা আছে তাদের সুযোগ দিতে চান সাকিব। না খেলিয়ে কাউকে নিয়ে মন্তব্য করতেও নারাজ টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিব মনে করছেন, যারা আছে তাদের সেরাটা বের করে আনতে পারলেই জেতা শুরু করবে বাংলাদেশ।

‘আমি যদি এক-দুইবার, তিনবার করে দেখাতে পারি, তার মানে হলো আমাদের ভেতরে সেই সামর্থ্যটা আছে। আমার কথা হলো, সেটা কতটা ধারাবাহিকভাবে করতে পারি। যেটা আমরা গত কিছুদিন ধরে করতে পারছি না। তো আমরা যদি আমাদের রিসোর্সগুলো ভালোভাবে ব্যবহার করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা ওরকম একটা দল হিসেবে পরিণত হবো যেখানে আমরা নিয়মিত ভালোভাবে ম্যাচ খেলতে পারবো, জেতা শুরু করবো। যদি হেরেও যাই শেষ পর্যন্ত খেলে হেরে গেলাম। যেটায় মানুষ বুঝবে যে আমাদের মধ্যে একটা উন্নতি হচ্ছে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়